নভেম্বর ১৭, ২০২৪

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য লিবরা ইনফিউশনসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৮৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩৮.২০ টাকা বা ৪.৮৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশনস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জুট স্পিনার্সের ৪.৮৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৭৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৭৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৪.৭২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৭০ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৪.৬৯ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.৬৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৬২ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলসের ৪.৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...