নভেম্বর ১৫, ২০২৪

চোট কাটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে অনুশীলনে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলতি মাসেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বিপিএলের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরার চিন্তা-ভাবনা করছেন রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার সাকিব।

বিশ্বকাপ চলাকালীন আঙুলের চোট পান সাকিব। চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন বেশ কিছুদিন। জাতীয় দলের বাইরে থাকাকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ র্নির্বাচন করে এমপি হয়েছেন সাকিব।

চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘অবস্থা এখন ভালো। কদিন পর আবার দেখলাম। মাঝে দুবার দেখেছিলাম নির্বাচনের সময়। সোমবার থেকে ব্যাটিং শুরু করেছে। হালকা নরম বলে বোলিংও করেছে। আশা করি, বিপিএল দিয়ে শুরু করতে পারবে।’

জাতীয় দলের নেতৃত্ব প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘না, এগুলো নিয়ে এখনো কথা হয়নি। কিন্তু বোর্ডের সঙ্গে কথা হবে। যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার হওয়ার পর সবাই মিলে যেটা ভালো সিদ্ধান্ত মনে করবে, সেটাই নেবে আসলে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...