ডিসেম্বর ২২, ২০২৪

সাইবার হামলার ঝুঁকি এড়াতে ইন্টারনেটভিত্তিক কিছু সেবা টানা ৩৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্তবাংলাদেশ ব্যাংকের। সোমবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত কিছু সেবা পাওয়া যাবে না।বিজ্ঞপ্তিতে অবশ্য কোন কোন সেবা বন্ধ থাকবে বা রক্ষণাবেক্ষণ সম্পর্কিত আর কিছু জানানো হয়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকবে।

সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে গত ৩১ জুলাই একটি সতর্কবার্তা দেয় ইনসিডেন্ট রেসপন্স টিম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...