মে ৪, ২০২৪

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮.১৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০২ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৮০২ কোটি ২৮ লাখ ৯২ হাজার ১৭৭ টাকার বা ৪৮.১৩ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮৭ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ কমে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৬ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৭৬টির। আর ২৬৫টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৭৬ কোটি ০৩ লাখ ১৯ হাজার টাকা বা দশমিক ৫৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৫৫৬ কোটি ০২ লাখ ২৯ হাজার ৭৮৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ০৭৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১১ টাকায়

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *