মে ১৯, ২০২৪

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) পদে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ বুধবার দুপুর ১২টায় গণভবনে এ বৈঠক হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টায় একই স্থানে সংরক্ষিত মহিলা এমপি পদে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশের জন্য দলীয় মনোনয়ন ফরমের স্লিপের অংশটুকু প্রদর্শন করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

দ্বাদশ সংসদে ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৮টি। ওই সংখ্যক পদের বিপরীতে দলটির মনোনয়ন চেয়েছেন ১ হাজার ৫৪৯ জন।

আগামী ১৪ মার্চ সংরক্ষিত মহিলা এমপি পদের নির্বাচন। এরই মধ্যে এ নির্বাচনের বিস্তারিত তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *