ডিসেম্বর ২২, ২০২৪

ইন্সটাগ্রামে প্রায়ই সুন্দর ও আকর্ষণীয় ছবি পোস্ট করে আলোচনায় আসেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। রোববারও ভক্তদের মজিয়ে রাখতে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে অদ্ভুত ক্যাপশনও লিখেছেন তিনি।

সানিয়ার ওই ক্যাপশনের অর্থ বা ভাবার্থ বুঝতে বেগ পেতে হচ্ছে ভক্তদের। বিস্মিত হয়ে নানা মন্তব্য করেছেন মানুষ।

পোস্টটিতে তিনি তিনটি ছবি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, বিটিং দ্য হিট অর্থাৎ গরম লাঘবের চেষ্টা।

ছবিতে দেখা যায় একটি চেয়ারে পায়ের ওপর পা তুলে ডাব হাতে নিয়ে পাইপ দিয়ে তিনি ডাবের পানি খাচ্ছেন।

ভক্তরা অবাক হয়েছেন এজন্য যে, এখন বিশ্বজুড়ে শীত বিরাজ করছে। অথচ সানিয়ার ক্যাপশন বলছে অন্য কথা।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, শীতকালেও গরম! এতো অদ্ভুত ব্যাপার।

মজার বিষয় হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও এই পোস্টে একটি মরিচ ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।

সানিয়ার শেয়ার করা ছবি জুম আউট করলে ব্যাকগ্রাউন্ডে কিছু সরঞ্জাম এবং কিছু ক্রু দেখতে পাব। হয়তো এই তারকা কোনও বাণিজ্যিক বিজ্ঞাপন বা কিছুর শুটিং করছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...