মে ১৭, ২০২৪

রোববার ভারতের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত।

এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রানে অলআউট হয় আফগানরা। দলের হয়ে ৩৫ বলে ৫৭ রান করেন গুলবাদিন নায়েব। এছাড়া ২৩ রান করেন নজিবুল্লাহ জাদরান। ২০ ও ২১ রান করে করেন করিম জানাত ও মুজিব-উর রহমান।

টার্গেট তাড়া করতে নেমে ইয়েসবি জসওয়াল ও শুভম দুবের জোড়া ফিফটিতে ভর করে ২৬ বল আগেই ৬ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে ভারত। দলের হয়ে মাত্র ৩২ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভম দুবে। এছাড়া ৩৪ বলে ৫টি চার আর ৬টি ছক্কায় ৬৮ রান করেন ওপেনার ইয়েসবি জসওয়াল।

সিরিজ জয়ের ম্যাচে আফগানদের ব্যাটিংয়ের সময় কোহলি যখন ফিল্ডিং করছিলেন, দর্শকরা করতালি দিচ্ছেন। ইনিংসের ১৮তম ওভারের সময়ে এক ভক্ত মাঠে ঢুকে হঠাৎ কোহলির পায়ে সালাম করেন। এরপর কোহলিকে জড়িয়ে ধরেন।

এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পুলিশ ভক্তকে নিয়ে গেছেন তুকোগঞ্জ পুলিশ স্টেশনে।

কোহলি এদিন ১৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে ফেরেন। আর মাত্র ৬ রান করলেই তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *