জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৮৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার।

৩১ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিক, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সিকদার ইন্সুরেন্স, এবি ব্যাংক, আইটি কনসালটান্টস এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...