ডিসেম্বর ২২, ২০২৪

গ্রীষ্মে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন থেকে প্রকাশিত এক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, মাদ্রিদের কাছ থেকে এমবাপ্পে প্রস্তাব পেয়েছেন। আগামী সপ্তাহে নিজের সিদ্ধান্ত জানাবেন এমবাপ্পে।

২৫ বছর বয়সি এমবাপ্পে এখনো পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ কোনো ক্লাবকেই নিশ্চিত করে কিছু জানাননি; কিন্তু সূত্রটি বলছে- ফরাসি এই তারকা ইতোমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।

একটি সূত্রে জানা যায়, পিএসজি থেকে এমবাপ্পে বর্তমানে যে বেতন পাচ্ছেন মাদ্রিদে গেলে তা অর্ধেকে নেমে আসতে পারে।

সূত্রটি জানিয়েছে ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে পিএসজির হাতে এখন দুটি উপায় আছে। একটি হলো এমবাপ্পেকে যেকোন মূল্যে পিএসজিতে ধরে রাখা, অন্যটি বাধ্য হয়ে তাকে ছেড়ে দেওয়া। বেশ কিছুদিন ধরে এমবাপ্পের চলে যাওয়া নিয়ে পিএসজিতে প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। যেহেতু এমবাপ্পে তার ভবিষ্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেই কারণে এমবাপ্পেকে ছেড়ে দিয়ে এসি মিলানের রাফায়েল লিয়াওয়েকে দলে নিয়ে আসা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...