মে ১৯, ২০২৪

পরমাণু অস্ত্র ব্যবহার করে মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির এমন কাণ্ড ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র। খবর দ্য গার্ডিয়ানের

দেশটির একটি জাতীয় টেলিভিশনে মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, এসব বক্তব্যে আমরা নতুন কিছু দেখছি না। ভুল তথ্য সরবরাহ করে তারা আমাদের ব্ল্যাকমেইল করছে।

এর আগে সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা কর্মকর্তাদের কাছ থেকে উস্কানিমূলক হুমকির পরে পারমাণবিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

সামরিক মহড়াটি চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েন ও এর ব্যবহারের প্রস্তুতি নিতেই ওই মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র স্থাপন বিষয়ক দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগ ও নৌবাহিনী এতে অংশ নেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, রুশ ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি এবং হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এ মহড়ার লক্ষ্য।

তবে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনী পরাজিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *