জানুয়ারি ১০, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের নিজ কক্ষে থাকা অবস্থায় বুকে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম জয়দেব সাহা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা নোয়াখালী এবং তিনি শাহ মখ্দুম হলের হলের ৩৪১ নং রুমে থাকতেন।

অবশ্য ওই শিক্ষার্থী মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই ও রুমমেট।

আহত শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া-দাওয়াও করেছে। তবে আহত জয়দেব বলেন- তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে।

এ বিষয়ে শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে এসেছি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪নং ওয়ার্ডে ভর্তি আছে।

তিনি আরও বলেন, সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে, এ বিষয়ে এখনও জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...