জানুয়ারি ১০, ২০২৫

রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। শনিবার বিকাল ৪টা ৩৫ মিনিটে মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ হোসেন বলেন, বিকাল ৪টা ৩৫ মিনিটে গাউসুল আজম মার্কেটে আগুন লাগার খবর আসে। আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন নেভাতে কাজ করছে।

তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাতের তথ্য কিংবা কোনো হতাহতের খবর দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...