মে ৯, ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজানে কেউ অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে মধুমতি নদীর বাম তীর ভাঙন হতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক প্রকল্পের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে রমজানে ন্যায্যমূল্যে প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহের লক্ষ্যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। গরুর মাংস ৬শ টাকা ও খাসির মাংস ৯শ টাকা ধরা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে আটটি স্থানে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের নদী তীর সংরক্ষণ ও তিন দশমিক এক কিলোমিটার ড্রেজিংয়ে ৪৭১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এ প্রকল্পে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *