জানুয়ারি ২৪, ২০২৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে শহীদ মিনার উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের লস অ্যাঞ্জেলেস সফরের সম্ভাবনা রয়েছে।

তিনি সেখানে শহীদ মিনার উদ্বোধন করবেন। পররাষ্ট্রমন্ত্রী সেখানকার একটি লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন। এছাড়া তিনি সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বক্তৃতা দেবেন।

ড. মোমেন আগামী ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠকে যোগ দেবেন।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...