নভেম্বর ১৭, ২০২৪

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ডেডলক ভাঙতে পারল না কেউই। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাইটনকে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের দিন শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে সহজেই ফাইনালে উঠেছিল সিটি।

এফএ কাপের ইতিহাসে এবারই প্রথম ম্যানচেস্টার ডার্বির ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ জুন লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে লড়বে দুই দল।

রোববার (২৩ এপ্রিল) ওয়েম্বলিতেই দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতেছে টেন হ্যাগের শিষ্যরা।

দিন দুয়েক আগে ইউরোপা লিগে রেড ডেভিলদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল সেভিয়া। তবে হতাশাঝেড়ে দ্রুতই ঘুরে দাঁড়াল তারা। ম্যাচজুড়ে দুই দলের লড়াই চলল সমানে সমান। তবে প্রথমার্ধে ব্রাইটনকে চাপে রেখেছিল ইউনাইটেড। প্রথমার্ধের শেষ দিকে ফার্নান্দেসের কোনাকুনি শট অল্পের জন্য বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। এরপর আরও কয়েকটি চেষ্টাও বিফলে যায়।

দ্বিতীয় হাফে ইউনাইটেডকে পাল্টা চাপে রাখে ব্রাইটন। ম্যাচের ৫৬তম মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাইটন। বক্সের ভেতর থেকে হুলিও এনসিওর জোরাল ভলি কোনোমতে গ্লাভসের ছোঁয়ায় ক্রসবারের ওপর দিয়ে পাঠান ডেভিড ডি গিয়া। ৯০ মিনিটের গোলখরার পর ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে। ইনজুরি টাইমেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটেই জয়ী দল বেছে নিতে হয়।

প্রথম ছয় শটের সবগুলোই গোল করে দুই দলের ফুটবলাররা। তবে ব্রাইটনের সপ্তম পেনাল্টিটি নিতে আসেন সলি মার্চ। হয়তো সেমিফাইনালের স্নায়ুচাপ সামলাতে পারেননি তিনি। ফলে বল মারেন ওপর দিয়ে। তাতেই জয়ের আভাস পেয়ে যায় ইউনাইটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...