মে ১৯, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছেন টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্ক। বৈঠকের পর মাস্ক জানিয়েছেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও এসেছিলেন। তাই আমাদের পুরনো পরিচয় আছে।’

২০১৫ সালে মোদী ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটর কারখানায় গিয়েছিলেন।

মাস্ক বলেছেন, ‘ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলির তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।’

টেসলার ভারতে আসা এবং কারখানা করা নিয়ে মাস্ক বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে আসবে।’

মোদীর ভূয়সী প্রশংসা করে মাস্ক বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ভারতের জন্য ভাবেন, তিনি আমাদের বারবার বলছেন, যাতে আমরা ভারতে বিনিয়োগ করি। আমরা করব। তবে আমাদের ঠিক সময়টা বেছে নিতে হবে। মোদী কোম্পানিগুলিকে সাহায্য করতে চান, তিনি ভারতের জন্য ঠিক কাজটা করতে চান। ভারত যাতে সুবিধাজনক অবস্থায় থাকে, তিনি সেটাও চান।’

ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। এই বছরের শেষ দিকে কোথায় কারখানা হবে তা তিনি ঠিক করে ফেলতে চান। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *