মে ৫, ২০২৪

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে গত ২৪ ঘণ্টায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও পাঁচ সদস্য। এর আগে গতকাল আরও নয় বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আসেন।

রবিবার রাতে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খরংখালী ও ঝিমংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে এ নিয়ে একইদিনে মোট ১৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো। বিজিবি তাদের অস্ত্র জব্দ করেছে। তাদের মধ্যে দুজন আহত অবস্থায় ছিলেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১১ মার্চ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে বিজিপির ১৭৯ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন। তারা বর্তমানে নাইক্ষংছড়ি বিজিবি হেফাজতে রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *