জানুয়ারি ১৩, ২০২৫

মালয়েশিয়ার একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন লিটন (৩৪) ও মুরাদ (৩৮)। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ভোয়া সোয়া ৪টার দিকে আগুনের খবর পান তারা। খবর পেয়ে তাদের ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান।

ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

রাজালি ওয়ান ইসমাইল আরও জানান, নিহত দুই বাংলাদেশি ওই ছাপাখানায় কাজ করতেন। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...