ডিসেম্বর ২৩, ২০২৪

ভারতের মুম্বাইয়ে একসময় চলত মাফিয়া রাজত্ব। অর্থনীতির নগরীটি ভরে উঠেছিল আন্ডারওয়ার্ল্ডে। নাম জড়িয়েছিল বেশ কিছু বলিউড তারকারও। আবার পরিস্থিতির শিকার হয়েছিলেন অনেক অভিনেতা। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটেছেন অভিনেতা সুনীল শেঠি। তিনি রীতিমতো মাফিয়াদের গালাগাল করতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন আসত তার কাছে। কিন্তু যেভাবে সামলাতেন সুনীল, ভয় পেতেন পুলিশরাও।

খলনায়ক রূপে ‘ওটিটি’-তে সুনীল শেঠি

সুনীল বলেন, সেসময় মুম্বাইতে ভর্তি আন্ডারওয়ার্ল্ড। আমার কাছে ফোন আসত, যে এই করব, ওই করব! আর আমি ওদের গালাগাল দিতাম। আমায় পুলিশ বলেছিল, আপনি পাগল নাকি? এসব বলবেন না। ওর কি না কী করে বসবে।

সুনীলের সাহস দেখে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন পুলিশও।

সুনীলের কথায়, মুম্বাইয়ে তখন অনেক এলাকায় এ ধরনের গ্যাং ছিল। যারা গোটা শহরটাকে উল্টাপাল্টা করে তুলেছিল। তবে সেসব এখন অতীত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...