মে ২০, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের হৃদয় জয় করেই ভোট পায় আওয়ামী লীগ। ভোট চুরি করতে হয় না। আজ সোমবার (১ জানুয়ারি) বিকেলে কলাবাগানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশে যেহেতু ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে, মানুষের সেবা দেয়া বেড়েছে, তাই মানুষের হৃদয় জয় করেই আমরা ভোট পাই। আমাদের ভোট চুরি করতে হয় না।

যারা অবৈধভাবে ক্ষমতায় আসে, তারাই ভোট চুরি করে। এখন তারা নির্বাচনও বানচাল করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

দেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন, তার সবটুকুই আওয়ামী লীগ করে জানিয়ে তিনি আরও বলেন,  ‘৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশের মানুষের নয়, ভাগ্য গড়েছিল নিজেদের৷

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ এর পর হানাদারদের মতো অত্যাচার করেছিল বিএনপি। তাদের দুঃশাসনেই দেশে ইমার্জেন্সি এসেছিল৷ তারা শুধু জানে মানুষের ওপর অত্যাচার করতে৷

ভোট চুরি করতে পারবে না জেনেই বিএনপি ভোটে আসেনি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নির্বাচন মানুষের অধিকার, এটা বন্ধ করার সাহস তাদের নেই৷ এদের বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে৷  মনে রাখতে হবে ওরা দেশটার সর্বনাশ করে দেবে৷

অগ্নি সন্ত্রাস করে ভোটের অধিকার কেড়ে নিতে চাওয়া বিএনপিকে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতের সব নৈরাজ্যের জবাব দিতে হবে৷

নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ঢাকার ১৫টি আসনে ১৫টি রত্ন দিয়েছি আমি৷ নৌকায় ভোট দেন, স্মার্ট বাংলাদেশ গড়ে দেবো৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *