মে ২, ২০২৪

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। আজ বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে মাশরাফি শুধু খেলতেই নামেননি, বল হাতে রীতিমত নিজেকে বিধ্বংসী রূপে উপস্থাপন করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।

টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাট করতে পাঠান মাশরাফি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাশরাফি নিজেকে বোলিংয়ে আনেন ৫ নম্বর বোলার হিসেবে। এসেই তাণ্ডবলীলা চালালেন গাজী গ্রুপের ওপর। ৮ ওভার বল করে একাই নিয়ে নিলেন ৫ উইকেট। রান দিয়েছেন কেবল ১৯টি।

স্পিনারদের মত ছোট্ট রানআপে বল করেন অধিনায়ক মাশরাফি। এখনও এই বয়সে বল হাতে কতটা বিধ্বংসী টাইগারদের সাবেক অধিনায়ক, তা আবারও প্রমাণ করলেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের মূল অধিনায়ক মাশরাফিই। তবে রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। এ কারণে দলটি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় মুমিনুল হককে। তবে, টেস্ট দলে থাকা মুমিনুল জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চলে যান।

এ কারণে দলটির ভারসাম্য কমে গেছে। পাশাপাশি নেতৃত্বশূন্যতাও দেখা দিয়েছে। তাই কর্মকর্তাদের অনুরোধে মাশরাফি খেলার সিদ্ধান্ত নেন। আর আজ খেলতে নেমেই তো অসাধারণ পারফরম্যান্স দেখালেন। মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫.৪ ওভারেই ১৩৬ রানে অলআউট হয়ে যায়।

সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল ইসলাম। ১৮ রান করেন ওপেনার এবং অধিনায়ক মেহেদী মারূফ। মাশরাফির বলে আউট হন উইকেটরক্ষক ব্যাটার প্রিতম কুমার, সাব্বির হোসেন শিকদার, ফয়সাল আহমেদ রায়হান, মইন খান এবং মাহফুজুর রাব্বি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *