মে ১৭, ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে চলমান টেস্টে মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

রাজকোট টেস্টের তৃতীয় দিনে শনিবার মাইলফলক স্পর্শ করেন ভারতীয় তারকা। দেশের মাঠে ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট শিকারের কৃর্তী গড়েন জাদেজা।

রাজকোটে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬৫তম ওভারে বেন স্টোকসকে আউট করে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জাদেজা।

জাদেজার আগে ঘরের মাঠে টেস্টে ২০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব, কিংবদন্তি অনিল কুম্বলে, সাবেক তারকা হরভজন সিংহ ও বর্তমান তারকা রবিচন্দ্রন অশ্বিন।

সব থেকে বেশি ১১৫ ইনিংসে ৩৫০টি উইকেট নিয়েছেন কুম্বলে। ১১২ ইনিংসে ৩৪৭ উইকেট নেন অশ্বিন। ১০৩ ইনিংসে ২৬৫ উইকেট নেন হরভজন সিং। ১১৯ ইনিংসে ২১৯ উইকট নেন কপিল দেব।

শনিবার দেশের মাঠে জাদেজা ৪২তম টেস্টের ৮২তম ইনিংসে এই কীর্তি গড়েন।

রাজকোট টেস্টের প্রথম ইনিংসে রোহিত শর্মা (১৩১) ও রবিন্দ্র জাদেজার (১১২) জোড়া সেঞ্চুরি ও সরফরাজ খানের (৬২) ফিফটিতে ভর করে ৪৪৫ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের (১৫৩) সেঞ্চুরির পরও ৩১৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।

১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জসবি জসওয়ালের (১০৪) সেঞ্চুরি আর শুভমান গিলের (৬৫*) অনবদ্য ফিফটিতে ভর করে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১৯৬ রান করেছে ভারত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *