মে ২০, ২০২৪

কাতারে চলছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। টুর্নামেন্টে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। এরপরই দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্তুগালের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক ১-০ গোলে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। এখন আর্জেন্টিনা বা ক্রোয়েশিয়ার বিপক্ষে কাতারে বিশ্বকাপের ফাইনালে জায়গা পেতে আগামীকাল বুধবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আরব এই দলটি।

আরব নিউজ বলছে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গত শনিবার পর্তুগালের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সোমবার মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি বলেন, বিশ্বকাপে মরক্কো দলের এই অর্জন নিশ্চিতভাবেই প্রত্যেক আরবকে খুশি করবে।

এছাড়া ফোনালাপে মোহাম্মদ বিন সালমান চলমান বিশ্বকাপে মরক্কোর জাতীয় দলের আরও সাফল্য কামনা করেন।

অন্যদিকে মরক্কোর প্রতি শুভেচ্ছা এবং উষ্ণ অনুভূতির জন্য সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান আফ্রিকার এই দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *