মে ১৭, ২০২৪

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় ব্যর্থ হয়ে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে এক জলাভূমিতে গতকাল শুক্রবার শিশুসহ আটজনের মৃত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপি ।

উদ্ধারকৃত আটজনের মধ্যে ছয়জন দুই পরিবারের। একজন রোমানীয় বংশোদ্ভূত। তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে। আরেকজন ভারতীয় নারী। গত বৃহস্পতিবার রাতের দিকে তাঁদের উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। তার বয়স তিন বছরের নিচে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান শন ডুলুড।

নৌকাটি আকারে খুবই ছোট ছিল। বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। মোহাক ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত অঞ্চলটি কানাডার কুইবেক, ওন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিস্তৃত।

কানাডা সরকার বলছে, তাঁরা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। অর্থের প্রলোভনে পড়ে অথবা অপরাধী সংগঠনগুলো প্রভাবিত করায় এভাবে অভিবাসীরা সীমান্ত পার হন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *