ডিসেম্বর ২৪, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। । এদিন কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ২৪ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন বিকন ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এমারেল্ড অয়েল ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ই-জেনারেশন ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, ই-জেনারেশনের ২ কোটি ২৫ লাখ ৯ হাজার।

একমি পেস্টিসাইডের ১ কোটি ৭৪ লাখ ৭১ হাজার।

রেনেটা লিমিটেডের ১ কোটি ৬৪ লাখ ১৭ হাজার।

এইচআর টেক্সটাইলের ১ কোটি ২০ লাখ ৪২ হাজার।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮৯ লাখ ১০ হাজার।

গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৮১ লাখ ৬৪ হাজার এবং শাশা ডেনিমসের ৭৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ।লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...