রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক কেএনএফ আসামিদের মধ্যে আরও ১০ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে ২ দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালতে নেয়া হলে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামিরা হলেন: ভানলাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কমলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), তিয়াম বম(৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫)। তারা সবাই রুমার বেথেল পাড়ার বাসিন্দা। কেএনএফের সহযোগী হিসেবে যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
এরআগে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ২ দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরানের আদালত ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।