মে ১৬, ২০২৪

বিজ ডেস্ক

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মধ্যে অতিপ্রাকৃত স্যাটায়ার পুরস্কার পাওয়া গ্রন্থটির মূল বিষয়বস্তু। মৃত এক ফটোগ্রাফারের বেঁচে ওঠা ও যুদ্ধের নৃশংসতা নিয়ে বন্ধুদের তার ছবি প্রকাশ করতে বলার ঘটনা নিয়ে এগিয়েছে উপন্যাসটি।

এ বছর বুকার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার লেখক শেহান কারুনাটিলাকা।

‘দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা’ গ্রন্থের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বিবিসি।

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মধ্যে অতিপ্রাকৃত স্যাটায়ার পুরস্কার পাওয়া গ্রন্থটির মূল বিষয়বস্তু। মৃত এক ফটোগ্রাফারের বেঁচে ওঠা ও যুদ্ধের নৃশংসতা নিয়ে বন্ধুদের তার ছবি প্রকাশ করতে বলার ঘটনা নিয়ে এগিয়েছে উপন্যাসটি।

বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। ইংরেজিতে যুক্তরাজ্যে প্রকাশিত গ্রন্থের জন্য কোনো লেখককে দেয়া হয় এই পুরস্কার। এ ছাড়া পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য পাঁচ লেখককেও ২৫০০ পাউন্ড দেয়া হয়।

কুইন কনসর্ট ক্যামিলা লেখক শেহানের হাতে পুরস্কার তুলে দেন। বিষয়টিকে সম্মানের বলে তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেন লেখক।

তিনি বলেন, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ নিয়ে ২০০৯ সাল থেকে আমি অতিপ্রাকৃত একটি উপন্যাস লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। দীর্ঘ তালিকার ১৩টি বই থেকে বাছাই করে বিচারকরা সেদিন ছয়টি বই নির্বাচন করেন। এর একটি হলো শেহান কারুনাটিলাকার ‘দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা’।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *