আগস্ট ১৩, ২০২৫

বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকা তলানিতে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ১৬৬ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২২ জুন) দ্য গ্লোবাল লিভেবিলিটি রিপোর্ট-২০২৩ প্রকাশ করে ইআইইউ।

পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সূচকগুলো হল—স্থিতিশীলতা, স্বাস্থ্য, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। এতে দেখা যায়, ১৭৩টি শহরের এই র‍্যাঙ্কিংয়ে ঢাকার নম্বর ১৬৬, যা তালিকায় শেষের দিক থেকে সপ্তম অবস্থান।

তালিকার শীর্ষে থাকা শহরগুলো হলো—ভিয়েনা, কোপেনহেগেন, মেলবোর্ন, সিডনি, ভ্যানকুভার, জুরিখ, ক্যালগেরি ও জেনেভা, টরন্টো এবং ওসাকা ও অকল্যান্ড। এর মধ্যে ক্যালগেরি-জেনেভা এবং ওসাকা-অকল্যান্ড যৌথভাবে তালিকায় স্থান করে নিয়েছে।

তালিকার শেষের দিকে থাকা শহরগুলো হল—দৌয়ালা, কিয়েভ, হারারে ও ঢাকা, পোর্ট মোর্সবি, করাচি, লাগোস, আলজিয়ার্স, ত্রিপোলি ও দামেস্ক। এর মধ্যে যৌথভাবে তালিকায় স্থান করে নিয়েছে হারারে-ঢাকা

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...