মে ৪, ২০২৪

বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা শীর্ষে। আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৩৯। আজ শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটেও বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য দেয়া হয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৩; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ২১৯, চতুর্থ ভারতের কলকাতা, স্কোর ১৯৯; পঞ্চম ইরাকের বাগদাদ, স্কোর ১৮৭; ষষ্ঠ ভারতের মুম্বাই, স্কোর ১৮৫; সপ্তম মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৮৩; অষ্টম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭২; নবম পাকাস্তিানের করাচি, স্কোর ১৭২; দশম স্থানে রয়েছে চীনের হ্যানয়, স্কোর ১৬৮।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *