মে ১৯, ২০২৪

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুরনো ঢাকার নয়াবাজার, ধোলাইখাল ও সাইনবোর্ড এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িসহ আরও কয়েকটি বাসে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা।

অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল রোববার (৩০ জুলাই) রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে এক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা গেছে মেট্রোরেল স্টেশনগুলোতে। এ বিষয়ে যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন – ‘রাস্তায় ঝামেলা সৃষ্টি হতে পারে বলে মেট্রোরেলকেই তারা নিরাপদ মনে করছেন’।

অনেককেই অবরোধের দিনে পরিবার নিয়ে মেট্রোরেল ঘুরতে দেখা গেছে। বিষয়টিকে সরকারের আইনশৃঙ্খলার প্রতি জনগণের আস্থা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *