ডিসেম্বর ২২, ২০২৪

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস তার ২৪তম বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ফারিয়াল ওয়াকারের ভূয়সী প্রশংসা করেছেন।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক টুইটারে লেখেন- ‘আমি জীবনে সবচেয়ে স্মার্ট জিনিসটি করেছি তা হলো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী নারী ডা. ফারিয়াল ওয়াকারকে বিয়ে করেছি।’

পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডেতে ৩৪৯ ম্যাচে অংশ নিয়ে ৭৮৯ উইকেট শিকার করেন ওয়াকার ইউনিস। ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে যান এই তারকা পেসার।

লম্বা সময় ধরে পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াকার। বর্তমানে পিএসএলে কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্য পেশায় জড়িয়ে আছেন ৫২ বছর বয়সি এই তারকা পেসার। তার স্ত্রীর একজন ডাক্তার। তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

২৪তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসা করে ওয়াকার আরও লেখেন- ‘ডা. ফারিয়ালকে বিয়ের পর আমার পরিবারে সুখ-শান্তিতে ভরে যায়। সে আমার পরিবারের সাথে সেতুবন্ধ করেছে। এজন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সে আমার রা অর্ধেক এবং সুপারওম্যান।’

জীবনের উত্থান-পতনে তার পাশে থাকা এবং তিনটি সন্তান উপহার দেওয়ার জন্য ওয়াকার ধন্যবাদ জানিয়েছেন ফারিয়ালকে। তাদের এক ছেলে আর দুই কন্যা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...