মে ৪, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধি দল সোমবার (৭ নভেম্বর) সকালে বৈঠক করবে। একই দিন প্রতিনিধি দলটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠকে বসবে।

এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. রশীদুল আলম বলেন, আইএমএফ প্রতিনিধিরা সোমবার সকাল সাড়ে ১০টায় বিএসইসির সঙ্গে বৈঠবে বসবেন।

বিডা’র নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন বলেন, সোমবার বেলা ২টায় আমাদের সঙ্গে আইএমএফের বৈঠক হবে।

সরকার আইএমএফ-এর কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ নিয়ে আলোচনা করতে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *