ডিসেম্বর ২৩, ২০২৪

চলতি মাসের মাঝামাঝিতে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। এফওসিতে নয়াদিল্লির পক্ষে নেতৃত্বে দিতে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে দেশটির পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, এ মাসের মাঝামাঝি সময়ে ফরেন অফিস কনসালটেশন উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। এফসিতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় আলোচনার অন্তর্ভুক্ত হবে। বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার চলমান বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

এফওসি নিয়ে ঢাকার প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ফেব্রুয়ারির ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এফওসি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এফওসিতে নয়াদিল্লির হয়ে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার। অন্যদিকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করতে পারেন তিনি। বঙ্গবন্ধুকন্যার নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করবেন কোয়াত্রা।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের সবশেষ এফওসি ২০২১ সালে ভারতের নয়াদিল্লিতে হয়েছিল ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...