মে ১৭, ২০২৪

বন্যার আশঙ্কায় নেত্রকোনায় হাওরের বোরো ধান কেটে ঘরে তুলতে মাইকে প্রচার চালাচ্ছে কৃষি বিভাগ। আগামী ২৩ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টিপাতে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ফেলতে নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কলমাকান্দা এলাকায় ৪০ শতাংশের বেশি ক্ষেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে শতভাগ ধান কাটা হয়ে যাবে।

কৃষি অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এক লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব খেতের পাকা ধান কাটতে শুরু করেন কৃষকেরা। এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। শ্রমিকদের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন্ড মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান সাংবাদিকদের বলেছেন, কৃষক যাতে নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য আমরা ছুটি বাতিল করে সর্বক্ষণ মাঠে রয়েছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *