জানুয়ারি ২৩, ২০২৫

ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি আপনাদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য। সেই হিসাবে আমাকে গ্রহণ করুন। পাশাপাশি বিজয়ের মাসের শুভেচ্ছা গ্রহণ করুন। তবে আমি সর্বকনিষ্ঠ হলেও জয় বাংলার চেতনা কিন্তু সর্বকনিষ্ঠ নয়। এটি অনেক পুরনো। আজ শুক্রবার আওয়ামী লীগের জনসভায় বক্তব্যে এসব কথা বলেন বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যাওয়া এই নেতা।

জনসভায় উপস্থিত আছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন।

শাহজাহান ওমর বলেন, এ দেশের জন্য আমি তিনবার গুলিবিদ্ধ হয়েছি। স্বাধীনতার পর জীবিতদের সর্বোচ্চ খেতাব বীরউত্তম পদক বঙ্গবন্ধু আমাকে দিয়েছিলেন। আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছি। আমার চেতনা ছিল জয় বাংলা। বঙ্গবন্ধু ছিলেন আমার নেতা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ নেতৃত্ব না থাকলে অল্প কয়েক মাসে দেশ স্বাধীন হওয়া সম্ভব ছিল না। বঙ্গবন্ধু একটি নির্ভেজাল ও নিরলস জাতি উপহার দিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...