জানুয়ারি ১১, ২০২৫

কিশোরগঞ্জ- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা মেজর ( অবসর) মো. আখতারুজ্জামান প্রার্থিতা ফেরত পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাকে প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ৩ ডিসেম্বর কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অবসর) আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণের তথ্য গোপন করায় এই সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

ইতোমধ্যে এই আসনে সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ), সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), মো. আব্দুল হাই (জাতীয় পার্টি), ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (গণতন্ত্রী পার্টি), মো. আনোয়ারুল কিবরিয়া (এনপিপি), মো. আব্দুল আওয়াল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো. আশরাফ উদ্দিন (ইসলামী ঐক‌্যজোট), মো. নাসির উদ্দিন (জাকের পার্টি) এবং মোবারক হোসেনের (বাংলাদেশ কংগ্রেস) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...