মে ১৯, ২০২৪

প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিন সকালেও জমজমাট বাজুস ফেয়ার-২০২৪। ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে ক্রেতা-দর্শনার্থীদের লাইন ধরে মেলায় প্রবেশ করতে দেখা গেছে। সকাল ১০টায় মেলার দ্বার উন্মুক্ত হতেই এসব প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়নে ভিড় দেখা যায় ক্রেতা-দর্শনার্থীদের। তারা ঘুরে ঘুরে দেখছেন স্বর্ণালংকারের প্রদর্শনী। খুঁজছেন পছন্দের অলংকারটি।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে শুরু হওয়া এ মেলায় নয়টি প্যাভিলিয়ন, ১৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সকালে মেলা ঘুরে দেখা যায়, তখনো মেলার স্টলে ডামিতে অলংকার প্রদর্শন পুরোপুরি শুরু করতে পারেনি জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। স্বর্ণালংকার ব্যাগ থেকে বের করে সাজাচ্ছেন স্টলের কর্মীরা। এর মধ্যেই ভিড় জমে যায় দর্শনার্থীদের।

আয়োজকরা বলছেন, মেলার প্রথম দিন (বৃহস্পতিবার) আশানুরূপ সাড়া পাওয়া গেছে। মানুষ সব ধরনের অলংকার খোঁজ করেছেন, কিনেছেন।  যথারীতি নারীরা অলংকার বেশি খুঁজেছেন। আজ এবং আগামীকাল (শনিবার) ছুটি আছে। প্রথম দিনের তুলনায় ছুটির দিনে মানুষ বেশি আসবে মেলায়।

ডায়মন্ড হাউজের সহ-উদ্যোক্তা তাপস কুমার বাংলানিউজকে বলেন, মেলার শুরুর দিন কর্মদিবস ছিল। তারপরও বিপুল সাড়া পাওয়া গেছে। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিন ও আগামীকাল তৃতীয় দিন শনিবার ছুটি আছে। এই দুদিন অনেক বেশি ক্রেতা-দর্শনার্থী আসবে; পণ্য দেখবে-কিনবে।

শুক্রবার সকালে সস্ত্রীক বাজুস ফেয়ারে এসেছেন বেসরকারি চাকরিজীবী আমিরুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, সকাল সকাল মেলায় এসেছি। বিকেলে সময় পাবো না। কিছু কেনাকাটা আছে, আগেভাগে কেনা-কাটা করে চলে যাবো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *