মে ৯, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে ডিবিএ’র প্রতিনিধিবৃন্দের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান, পরিচালক মোঃ শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএমএ এবং ডিবিএ’র পক্ষে প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুদ্দিন এবং সদস্য এম. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজারের চলমান পরিস্থিতি গুরুত্বসহকারে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে, আগামী কয়েকদিনের মধ্যে ডিএসই এবং ডিবিএ’র প্রতিনিধিবৃন্দ বিএসইসি’র সাথে বাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও বর্তমান দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজার উন্নয়নের বিভিন্ন পলিসি নিয়ে সরকারের নীতি-নির্ধারণী মহলের সাথেও আলোচনার সিদ্ধান্ত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *