মে ৯, ২০২৪

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বাজার সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।

সোমবার (৪ মার্চ) পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।

জানা গেছে, আজ ডিবিএর একদল প্রতিনিধি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সাথে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

অর্থ প্রতিমন্ত্রী ডিবিএ প্রতিনিধিদের কথা শুনে পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আস্বাস দেন। এসময় ডিবিএর প্রতিনিধিদল এসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ডিবিএ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সেক্রেটারি মো. দিদারুল গনী, সিনিয়র ম্যানেজার (একাউন্টস) পংকজ চন্দ্র ভৌমিক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *