ডিসেম্বর ২৩, ২০২৪

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চেয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বেশি গুরুত্ব দিয়েছেন রমিজ রাজা।

বিপিএল শুরুর আগেই জানানো হয় ধারাভাষ্য দেবেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার রমিজ রাজা।

বিপিএলের এবারের আসরে ৪৬টি ম্যাচের মধ্যে ইতোমধ্যে ৩১টি হয়ে গেছে। ৩২তম ম্যাচ চলছে। অথচ এখনো ধারাভাষ্য দিতে আসেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

১৭ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ। বিপিএলের কারণে পিএসএলে যোগদানের তারিখ পেছালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।

পিএসএলের আগে বিপিএলের সাথে চুক্তি করে ফেলায় প্রথমে বিপিএলে ধারাভাষ্য দেবেন তিনি। ১ মার্চ বিপিএল শেষ হলে যোগ দেবেন পিএসএলে।

পিএসএলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু হবে ২ মার্চ। রমিজ জানিয়েছেন, রাওয়ালপিন্ডি পর্ব থেকে তিনি যুক্ত থাকবেন পিএসএলে। তার আগে কাজ করবেন বিপিএলে।

এক টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই তারকা লিখেছেন- ‘পিএসএলে কামব্যাক উইশের জন্য সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। আমি ইতোমধ্যে বিপিএলের সাথে চুক্তি করে ফেলেছি, তাই পিএসএলে যোগ দিব রাওয়ালপিন্ডির শেষপর্বে। আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে।’

বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আমির সোহেল। তিনি কবে বাংলাদেশ ছেড়ে পিএসএলে যোগ দেবেন তা জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...