মে ২১, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে পরিশোধিত মূলধন বৃদ্ধিতে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির মূলধন ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার বৃদ্ধির জন্য সাধারণ শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার আর্থিক মূল্য হবে ৪০২ কোটি ১৬ লাখ টাকা।

এছাড়া কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩টি প্রেফারেন্স শেয়ার অগ্রাধিকারভিত্তিতে ইস্যু করা হবে। যার আর্থিক মূল্য ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকা।

অর্থাৎ, সাধারণ ও প্রেফারেন্স শেয়ার মিলে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকা সমপরিমাণের শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *