মে ৯, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

আজ বুধবার (২৭ মার্চ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

পর্যালাচনায় দেখা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা।

তথ্য অনুসারে , বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ দুপুর ২ টায় হাইব্রিড সিস্টেমে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৪২.০০ টাকা থেকে ১৬৭.০০ টাকা। ২৫-৩-২০২৪ ওপেনিং দর ছিল ১৪৬.১০ টাকা এবং ঐ দিনে দর উঠানামা হয়েছে ১৪৫.১০ টাকা থেকে ১৪৬.৭০ টাকার মধ্যে। ১৯৮৩ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *