মে ২০, ২০২৪

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দুইদিন পার হয়ে গেছে। তবে এখনো সব আসনের ফল পাওয়া যায়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। খবর ডনের

এক টুইটাবার্তায় তিনি বলেছেন, যদি এবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হতো, তবে পাকিস্তানবাসীকে এ দুর্দিন দেখতে হতো না। অনেক আগেই ফলাফল জানা যেত। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট করার জন্য অন্তত ৫০টি বৈঠক করেছি কিন্তু সব ভেস্তে গেছে।

তিনি বলেন, ব্যালট পেপার গুণতে যে সময় দরকার হয়, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট হলে এর চেয়ে অনেক কম সময়ে ভোট গণনা করা যায়।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল (সিওএএস) সৈয়দ আসিম মুনির বলেছেন, ২৫ কোটি মানুষের প্রগতিশীল দেশের পক্ষে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য জাতির একটি শক্তিশালী ও স্থিতিশীল হাত প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচন জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয় বরং জনগণের ম্যান্ডেট নির্ধারণের মহড়া। রাজনৈতিক কর্মী ও নেতাদের উচিত নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *