মে ১৯, ২০২৪

ঢাকার ধামরাইয়ে ফ্রেম হাউজ ফুট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা রোড এলাকা অবরোধ করে।

পরে অবরোধ শেষে সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কারখানার গেটে অবস্থান নেন শতাধিক শ্রমিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি পেলেও বাড়েনি জুতার কারখানার শ্রমিকদের বেতন। বর্তমানে জুতা তৈরির শ্রমিকরা ৭২০০ টাকা বেতন পায়। এ বেতনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এ সময় শ্রমিকরা অবিলম্বে বেতন বৃদ্ধির দাবি জানান।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকালে হঠাৎ করে কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে আনা হয়েছে। এখন তারা কারখানার সামনে বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান গ্রহণ করেছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *