জানুয়ারি ২৩, ২০২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। শনিবার সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা পৌঁছান।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৫ নম্বর ফ্লাইটে ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছান।

এর আগে গত রোববার ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...