মে ১৯, ২০২৪

দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৮ জনই ঢাকার বাসিন্দা। এসময়ে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ১৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ২৯ হাজার ৪৫১ জনে।

বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১২৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২৫৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৭৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *