ডিসেম্বর ২৪, ২০২৪

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১টি টেস্ট ম্যাচ খেলার পরেও আবার তাসকিন আহমেদের টেস্ট অভিষেক কি করে? এখনো পর্যন্ত টাইগারদের তারকা এই পেসার ক্যারিয়ারের যে ১১টা টেস্ট ম্যাচ খেলেছেন, তার সবকটিই বিদেশের মাটিতে। আজই প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে নামছেন তাসকিন।

আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হলো তাসকিন আহমেদের। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভে টেস্ট অভিষেক হয়েছিল তাসকিনের। এরপর হায়দরাবাদ, গল, ক্রাইস্টচার্চ কিংবা ডারবানেও বল হাতে গতির ঝড় তুলেছেন তিনি। তবে কখনো মিরপুর কিংবা সাগরিকায় সাদা পোশাকে বল করেননি তাসকিন।

অবশ্য তাসকিনের সেই আক্ষেপের অবসান হলো আজ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের এই শেষ ম্যাচ দিয়ে। একইসঙ্গে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় পর সাদা পোশাকের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তাসকিন। কেননা এই পেসার সবশেষ লাল বলের ক্রিকেট খেলেছিলেন চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ডারবানে। এরপর লম্বা একটা সময় ইনজুরি ইস্যুতে তাসকিন ছিলেন না সাদা পোশাকে।

তাসকিন আহমেদ এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট, গড় ৫৫.৯২ ইকোনমি ৩.৬৯। এর মধ্যে দুইবার শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট করে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তাসকিনের রেকর্ড আবার বেশ ভালো। প্রথম শ্রেণির হয়ে ৩৩ ম্যাচ খেলে ৯৫ উইকেট শিকার করেছেন তাসকিন। গড় ৩৪.২৭ এছাড়া ইকোনমি ৩.৫২।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...