মে ৮, ২০২৪

বাংলাদেশ দলে প্রধান কোচ, সহকারী কোচ, টিম লিডার, টিম ম্যানেজার কিংবা লজিস্টিক ম্যানেজারের বিষয়ে সকলেরই জানা। তবে নতুন করে বাংলাদেশ ক্রিকেটে এবার যুক্ত হতে যাচ্ছে পারফরম্যান্স ম্যানেজার।

মূলত এই পদের জন্য দায়িত্বে যে ব্যক্তি থাকবেন তার কাজ হবে পুরো বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করা এবং কাজ করা। গতকাল বুধবার নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

এ সময় তিনি বলেন, ‘আমাদের আগেই পরিকল্পনা ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখবো। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন। উনি এটাও বলেছেন লম্বা সময় চিন্তার জন্য, কোচিং সিস্টেমটা একটা ট্র্যাকে আনার জন্য পারফরম্যান্স ম্যানেজার বা ডিরেক্টর এমন নিয়োগ দেবে। সে বাংলাদেশের পুরো ক্রিকেটট নিয়ে কাজ করবে।’

জালাল ইউনুস যোগ করেন, ‘সে আমাদের ক্রিকেটকে সামনে এগোনোর পথও দেখিয়ে দেবে। লম্বা সময়ের জন্য পরিকল্পনা দেবে যে এই ট্র্যাকে চলা উচিত। সে ধরনের হাই পারফরম্যান্স ডিরেক্টর নিয়োগ দেওয়ার চিন্তা আছে, বোর্ড প্রেসিডেন্ট এটা নিয়ে চিন্তা করছেন। কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। এটাও ফাইনাল হলে জানাবো। আলাদা কোচের কার কী ভূমিকা হবে সেটাও ঠিক করা হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *