মে ১৮, ২০২৪

ট্যানারি ব্যবসায়ীরা ইচ্ছা করে দাম কমানোর গেম খেললে চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (২৫ জুন) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যখনই চামড়া রপ্তানির অনুমতি দেই, তখনই দামের কিছুটা উন্নতি হয়। এ বছরও কারসাজির মাধ্যমে দাম কম দেওয়া বা চামড়া না নেওয়ার চেষ্টা করলে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেবো।

তিনি বলেন, চামড়ার দাম মনিটরিং করা প্রায়োজন। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটা মনিটরিং কমিটি আছে। তারা এটি দেখভাল করবে।

টিপু মুনশি বলেন, রাষ্ট্রীয় কোষাগারে চামড়া নিয়ে রাখলে ১০ শতাংশ চামড়াও রক্ষা করা যাবে না। কারণ আমাদের তেমন কোনো সিস্টেম ডেভলপ করেনি।

চলতি বছর চামড়ার নতুন দাম নিয়ে মন্ত্রী বলেন, এ বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। ঢাকার বাইরে বিক্রি হবে ৪৫ থেকে ৪৮ টাকায়।

এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *