জানুয়ারি ৭, ২০২৫

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪টির বা ১৮ দশমিক ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল টির শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল টির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫১ দশমিক ৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭৩ দশমিক ২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩৭৮ দশমিক ৪০ টাকা বা ৫৮ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ১৯ দশমিক ৬৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১১ দশমিক ৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ১০ দশমিক ৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১০ দশমিক ১৯ শতাংশ, সোনালী আঁশের ৯ দশমিক ৮৭ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের ৭ দশমিক ৯৩ শতাংশ, হা-ওয়েলের ৭ দশমিক ৭৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭ দশমিক ১৮ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৭ দশমিক শূন্য ১ শতাংশের শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...